ক্লায়েন্ট: জনাব আতাহারুল ইসলাম।
অবস্থান: পূর্বাচল সিসেল পার্কের বিপরীতে।
কাজের ধরন: ডুপ্লেক্স বিল্ডিং এর সিভিল ও ফিনিশিং এর কাজ।
সাবেক ভূমি সচিব ও নদীরক্ষা কমিশন এর সাবেক চেয়ারম্যান, জনাব আতাহারুল ইসলাম এর বিল্ডিং নির্মাণে ভুলবশত অনভিজ্ঞ এক প্রতিষ্ঠানের কাছে থেকে প্রতারিত হবার পর, Team ARISTOCRAT ARCHITECT এর উপরে আস্থা রাখার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ঠিক তার মনের মতো করে স্বপ্নের বাড়ি তৈরি করে দেওয়ার।
গত ২৮ অক্টোবর ২০২৩ সাবেক ভূমি সচিব ও নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব, আতাহারুল ইসলাম এর অসম্পূর্ণ বিল্ডিং, এর কাজ ভিজিট করে আসার পর আজ ৮ই নভেম্বর ২০২৩ বিল্ডিং ফিনিশিং কাজ ( চাবি বুঝিয়ে দেওয়ার শর্তে) সম্পন্ন করে দেওয়ার অফিসিয়াল চুক্তি সম্পাদন অনুষ্ঠানের কিছু ছবি।
পূর্বাচলের জনাব আতাহারুল ইসলাম এর অসম্পূর্ণ বিল্ডিং এ কনস্ট্রাকশন এর জন্য বিল্ডিংয়ের আর্কিটেকচারাল লে-আউট এর কাজ চলছে। A to Z কনস্ট্রাকশন শেষ করে সম্মানিত ক্লায়েন্ট……
জনাব, আতাহারুল ইসলাম কে চাবি বুঝিয়ে দেওয়ার সম্ভাব্য তারিখ ২০ই ফেব্রুয়ারী ২০২৩
জনাব আতাহারুল ইসলাম কে অসংখ্য ধন্যবাদ জানাই TEAM ARISTOCRAT ARCHITECT এর ওপর আস্থা রাখার জন্য…….