চেয়ারম্যান মহোদয়
দীর্ঘ বছরের লালিত স্বপ্ন একটি সুসজ্জিত আর্কিটেকচারাল কোম্পানির নেতৃত্ব দেয়া। আমার অতীতের পড়াশোনা, কার্য ও দক্ষতা যদিও আর্কিটেক্ট সম্পর্কিত না। দীর্ঘ বছর পৃথিবীর একটি আধুনিক ও সভ্যতম দেশে আমার কিছুকাল কাজের সুযোগ থেকে বলা যায় এই পেশা ও ব্যবসার প্রতি আগ্রহটা বেড়ে যাওয়া। যেখানে দেখেছি মানুষ কত স্বল্প শ্রম ও টাকায় খুবই আধুনিক সুসজ্জিত বাড়ি নির্মাণ করে। তাই আমি বহু বছর ধরে মনের মধ্যে এই স্বপ্নকে ধারণ করি যা এই এরিস্টোক্রেট আর্কিটেক্ট ফার্মের এর মাধ্যমে সার্থক হয়। আমি ব্যক্তিগতভাবে চাই এমন কিছু শৈল্পিক কাজ করে যেতে, যাতে আগামী প্রজন্মের জন্য একটি নির্ভরযোগ্য ও আধুনিক সুন্দর স্থাপনা রেখে যেতে পারি।
আমি দোস্ত মোহাম্মদ ইসমাইল হোসাইন আনন্দ। Land Share Properties Ltd-এর ব্যবস্থাপনা পরিচালক এবং Aristocrat Architect-একক পার্টনার হিসেবে দীর্ঘ বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছি। হঠাৎ করে কারো পক্ষে এই ধরনের কোম্পানির নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এই জন্য জীবনের ২২ বছর অনেক সাধনার পর এই রকম প্লাটফর্ম তৈরি করতে পেরেছি। আমি একজন আর্কিটেক্ট হিসেবে বলতে চাই আমার প্রতিষ্ঠান গতানুগতিক ধারার রেশ কাটিয়ে দেশের মধ্যে একটি আধুনিক ও যুগোপযোগী কোম্পানিতে আত্মপ্রকাশ করবে। আমি চাই দেশের মানুষের চাহিদাকে মাথায় রেখে আধুনিক এমন কিছু স্থাপনার নজির সৃষ্টি করে যেতে, যাতে দেশের জনগণ দীর্ঘ বছর আমাকে ও আমার কোম্পানিকে মনে রাখে।
Dost Muhammad Ismail Hossain Ananda
Managing Director & Principal Architect
দীর্ঘ ২২ বছর Aristocrat Architect এর সাথে আমার বসবাস। মনের অজান্তেই কোন এক সময় এই ব্যবসায়ের আত্মপ্রকাশ হয়ে গেল। ব্যবসাটি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ আধুনিক আর নিত্য নতুন আইডিয়াকে বাস্তবে রূপ দেয়া এই পেশায় সম্ভব। খুব ভালো লাগে যখন ভাবি আমার আইডিয়া তৈরিকৃত স্বপ্নের মাঝে মানুষ বসবাস করে। একজন পরিচালক হিসেবে সব সময় মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি যাতে কোম্পানিটি ভবিষ্যতে আরো আধুনিক ও বাস্তবসম্মত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের বিল্ডিং নির্মাণ ও কনসালটেন্সির কাজে নিজেকে প্রমাণ করতে পারে।
Director
যদিও আমি অন্য ব্যবসায় বা পেশার মানুষ তবুও দীর্ঘ বছর যাবত এই Aristocrat Architect এর সাথে যুক্ত আছি। আমি প্রকাশনা ব্যবসার সাথে কাজ করছি। প্রকাশনা ব্যবসার পাশাপাশি ড্রয়িং ডিজাইন ও নির্মাণ ব্যবসার সাথেও যুক্ত করে থাকি। আমি জগন্নাথ কলেজ থেকে মাস্টার্স পাশ করি। মাস্টার্স পাশ করার পর মূলত ব্যবসায় নিজেকে আত্মপ্রকাশ করি। এই কোম্পানির উপদেষ্টা হিসেবে চাচ্ছি কোম্পানি দুটো অচিরেই বাংলাদেশের নির্মাণ জগতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। আমি কোম্পানির পাশে থেকে এদের উজ্জ্বল সাফল্য কামনা করছি।
Chief Advisor
প্রধান অপারেটিং অফিসার হিসেবে Aristocrat Architect এর সাথে আমার যাত্রা অনেক বছরের। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিদের সাথে আমার ২০১০ সাল থেকে সম্পর্ক। এখানে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দুজনেই স্বপ্ন দেখতে পছন্দ করেন এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য খুবই সচেষ্ট থাকেন। Aristocrat Architect এমনই একটা প্লাটফর্ম যেখানে কাজ করে সবাই সন্তুষ্ট হবে। এছাড়াও যেহেতু আমি এ কোম্পানিতে একটি দায়িত্ববন পদে বহাল আছি, সর্ব ব্যক্তিগণের কাছে এটাই এটাই চাচ্ছি যেন কোম্পানিটি বিল্ডিং নির্মাণ ও ডিজাইন কনসালটেন্ট এর কাজে ভবিষ্যতে বাংলাদেশে একটি আইকনিক কোম্পানিতে পরিণত হয়।
Senior Accountant
সময়ের সাথে সাথে নতুন থেকে আরো নতুনত্ব বিল্ডিং ডিজাইন করে এই বাংলাদেশ কে পৃথিবীর অন্যান্য দেশের সামনে মডেল হিসেবে প্রস্তুত করাই আমার মূল লক্ষ্য। আমি সর্বদা আমার কাজের মধ্যে নতুনত্ব আবিষ্কার করার চেষ্টা করি। আর সেই ফল হিসেবে Aristocrat Architect প্রতিষ্ঠানের মাধ্যমে দেখিয়ে দিতে চাই এই প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে কতোটা সুনাম অর্জন করেছে।
Manager-Architect
স্থাপত্য এ এক বিশাল শিল্প। একজন প্রকৃতিপ্রেমী স্থাপত্যের ন্যায়, যে কোন স্থানকে নকশী কাঁথার মতো সেলাই করাই আমার কাজ।
কালের বিবর্তনে যুগোপযোগী নতুন রূপে স্থাপনার নকশা অঙ্কিত করে, বাস্তবে রূপান্তরিত করতে পারলেই, আমি স্থপতি।
স্থপতি তার রং তুলির আঁচড়ে যা অঙ্কিত করবেন তা যেন সৌরভমময় গন্ধ যুক্ত পদ্ম গুলির মোচায় ধুমায়িত বাষ্পের মত সঞ্চিত থাকে, আর ফুল শীতের সকালে প্রস্ফুটিত হলেই, আমি স্থপতি আর আমার স্থাপনা ও স্থাপত্য সবই যেন সার্থক।
Senior Architect
স্টাকচারাল ইঞ্জিনিয়ার একটি মেধাতান্ত্রিক এবং আবদ্ধপ্রবণ পেশা। আমরা প্রতিটি বিল্ডিং নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিষয় অবলোপন করে থাকি। দক্ষতার মাধ্যমে প্রতিটা মানুষের স্বপ্নের বাড়ি নির্মাণ করে থাকি। আমরা প্রতিনিয়ত সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আধুনিক ও নতুনত্ব বিল্ডিং স্ট্রাকচারাল করে দেশবাসীকে উপহার দিয়ে থাকি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি এই পেশায় ৩৫ বছর ধরে কাজ করতে পারার জন্য এবং ১৮ টির বেশি সুনামধন্য ডেভলপার কোম্পানিতে চাকুরী করতে পারার জন্য। এবং পরিশেষে আল্লাহর কাছে একটাই আশা সুনামের সাথে আমার এই কাজের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
Structural Engineer
স্টাকচারাল ইঞ্জিনিয়ার একটি মেধাতান্ত্রিক এবং আবদ্ধপ্রবণ পেশা। আমরা প্রতিটি বিল্ডিং নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিষয় অবলোপন করে থাকি। দক্ষতার মাধ্যমে প্রতিটা মানুষের স্বপ্নের বাড়ি নির্মাণ করে থাকি। আমরা প্রতিনিয়ত সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আধুনিক ও নতুনত্ব বিল্ডিং স্ট্রাকচারাল করে দেশবাসীকে উপহার দিয়ে থাকি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি এই পেশায় ৩৫ বছর ধরে কাজ করতে পারার জন্য এবং ১৮ টির বেশি সুনামধন্য ডেভলপার কোম্পানিতে চাকুরী করতে পারার জন্য। এবং পরিশেষে আল্লাহর কাছে একটাই আশা সুনামের সাথে আমার এই কাজের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
Marketing Director
আমি প্রকৌশলী মোছা: সুমাইয়া মুন।ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল মানুষের জন্য এমন কিছু ভালো কাজ করব যা দ্বারা তাদের মনে সব সময় আমার জন্য একটা আলাদা জায়গা থাকবে। আর আমার সেই স্বপ্ন এখন ধীরে ধীরে পূরণ হচ্ছে। আজ আমার ডিজাইনগুলো সবার কাছে পৌঁছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। যদি ও এখনো অনেক কিছু শেখার আছে তাই এখনও শিখতেছি এবং ভবিষ্যতে আরো ভালো কিছু শিখব। যে প্রতিষ্ঠানে কাজ করব সে প্রতিষ্ঠানকে অবশ্যই ভালো কিছু কাজ দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ।
B.Sc in Civil Engineer
ক্যারিয়ার হিসেবে আমাদের দেশে স্থাপত্য শিল্প এখনো চ্যালেঞ্জিং। তবে সৃজনশীলতা ও কর্মদক্ষতা থাকলে একজন আর্কিটেক্ট খুব সহজেই বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পান। তাছাড়া, আর্কিটেকচার ফার্ম প্রতিষ্ঠা করে বা কনসালট্যান্সি করার মাধ্যমেও অর্থ উপার্জন করতে পারবেন এ পেশায়।সৃজনশীল ক্যারিয়ার হবার কারণে কাজের স্বীকৃতি প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না এ ফিল্ডে। উদাহরণ হিসাবে বাংলাদেশের প্রখ্যাত স্থপতি ফজলুর রহমান খানের কথা বলা যায়। উঁচু বিল্ডিংয়ে ব্যবহৃত টিউব স্ট্রাকচারাল সিস্টেম উদ্ভাবন করে ইতিহাসে অমর হয়ে আছেন তিনি। এছাড়া, বিখ্যাত সিয়ার্স টাওয়ার ও জন হ্যানকক সেন্টারের নকশাও তাঁর করা। ঠিক তেমনি আমি ব্যাক্তিগত ভাবে চাই এমন কিছু শৈল্পিক কাজ করে যেতে চাই, যাতে ভবিষ্যতে আমার কাজ দ্বারা সবাই আমাকে মনে রাখে।
Assistant Architect
স্থাপত্য হল ভৌত কাঠামো, ভবন এবং পরিবেশের নকশা এবং তৈরি করার শিল্প এবং বিজ্ঞান যা কার্যকরী এবং নান্দনিক উভয় উদ্দেশ্যেই কাজ করে। স্থপতিরা হল বিভিন্ন ধরণের ভবন এবং স্থান নির্মাণের পরিকল্পনা, নকশা এবং তদারকিতে প্রশিক্ষিত পেশাদার।স্থাপত্য একটি বৈচিত্র্যময় ক্ষেত্র যা আধুনিক, সমসাময়িক, শাস্ত্রীয় এবং আঞ্চলিক নকশা সহ বিভিন্ন শৈলীকে অন্তর্ভুক্ত করে।
সৃজনশীল ক্যারিয়ার হবার কারণে কাজের স্বীকৃতি প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না এ ফিল্ডে। উদাহরণ হিসাবে বাংলাদেশের প্রখ্যাত স্থপতি ফজলুর রহমান খানের কথা বলা যায়। উঁচু বিল্ডিংয়ে ব্যবহৃত টিউব স্ট্রাকচারাল সিস্টেম উদ্ভাবন করে ইতিহাসে অমর হয়ে আছেন তিনি। এছাড়া, বিখ্যাত সিয়ার্স টাওয়ার ও জন হ্যানকক সেন্টারের নকশাও তাঁর করা।
Junior Architect
আমার জীবনে অনেক প্রতিষ্ঠানে কাজ করেছি। অন্য সকল প্রতিষ্ঠানে কাজ করে যতো ভালো লাগতো তার থেকে এই প্রতিষ্ঠানে কাজ করে অন্য রকম ভালো লাগা করে। প্রতিটা কোম্পানির একাউন্টস সেক্টর টা সঠিক ও নির্ভুলভাবে পরিচালনা করতে হয়। সেই পরিপ্রেক্ষিতে আমি আমার জায়গা থেকে ঠিক ব্যবস্থাপনা নির্ভুলভাবে পরিচালনা করে থাকি। এই Aristocrat Architect প্রতিষ্ঠানে যারা রয়েছেন তারা সকলেই অনেক আন্তরিক। সবার সাথে মিশে কাজ করতে ভালোই লাগে। আমি ব্যাক্তিগত ভাবে বলতে চাই এই প্রতিষ্ঠানে চাকরি করে অনেক কিছু শিখতে পেরেছি। এই প্রতিষ্ঠানের সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমিও পাশে থাকতে চাই।
Assistant Accountant
আমি ইমামুল ইসলাম ইফতি। আমি একজন একাউন্টস এক্সিকিউটিভ অফিসার হিসেবে Aristocrat Architect এর সাথে দীর্ঘদিন যাবত আমার যাত্রা। প্রতিষ্ঠানটির কর্মকর্তা হিসেবে আমি সব সময় চেষ্টা করি সততা এবং দায়িত্ব নিয়ে কাজ করার। তাই আমার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট আমার কাজের প্রতি যথেষ্ট সন্তুষ্ট। আমি আমার প্রতিষ্ঠানে শুরু থেকেই শিখে আসছি এবং সামনেও শিখব। এই প্রতিষ্ঠান আমাকে আমার প্রাপ্য মর্যাদা দিয়েছেন,তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কোম্পানির একজন দায়িত্ববান কর্মকর্তা হওয়ায় আমি সব সময় চেষ্টা করব ভালো খারাপ সব সময় কোম্পানির পাশে থাকার এবং আমি আশা করছি আমার সহকর্মীদের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রেখে থাকার চেষ্টা করব। এবং আমি আশা করছি এ প্রতিষ্ঠানে থেকে আমি আমার একটি সুন্দর ভবিষ্যৎ গরতে পারবো।
Accounts Executive
অর্থনৈতিক ও টেকসই উন্নয়নের জন্য ভৌত অবকাঠামো নির্মাণ ও রক্ষনাবেক্ষন করতে মাঠ পর্যায়ে ব্যাপক কর্মকান্ডে সক্রিয়ভাবে অবদান রাখার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রার অংশ হিসেবে নিজেকে সর্বদা নিয়জিত রাখবো ।আমি আমার লক্ষ্যে স্থির। আমার লক্ষ্যে পৌঁছাতে যত পরিশ্রম বা বাঁধাই আসুক না কেন, তা আমি পেরিয়ে যাওয়ার চেষ্টা করব
Site Engineer
এই Aristocrat Architect প্রতিষ্ঠানে শুরু থেকেই নিজের পরিবারের মতো পাশে আছি। এই প্রতিষ্ঠান আমার এবং আমার পরিবারের পাশে সর্বদা থেকেছে। আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছুই শিখতে পেরেছি এই Aristocrat Architect প্রতিষ্ঠান থেকে। এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ একদিন অনেক ভালো অবস্থানে যাবে আর সেই সাথে আমার জায়গা থেকে যতোটা সাধ্য এই প্রতিষ্ঠানে সেবা দিয়ে পাশে থাকতে চাই।
Office Assistant
আমি সবসময় এসইও এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অবগত থাকার চেষ্টা করি। এই এসইও এবং ডিজিটাল মার্কেটিং জগতে আমার ব্যক্তিগত দিক থেকে অবদান রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখি এবং নিজেকে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করি। অনলাইন বিপণন, এসইও এবং ওয়েব ডিজাইন সম্পর্কে গল্প বলা ছাড়া আর কিছুই পছন্দ করি না। এমনকি এই বিষয় গুলো আমাকে নতুন অনেক কিছু শিখতে এবং সৃজনশীলতা বিকাশে সহায়তা করে।
SEO Expert & Digital Marketer